thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে 25, ১ জ্যৈষ্ঠ ১৪৩২,  ১৭ জিলকদ  1446

অবশেষে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

২০২৫ জানুয়ারি ২৯ ১১:২০:৪৭
অবশেষে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রশাসনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে। শ্রমিক নেতারা বলছেন, প্রশাসনের দাবি মানার আশ্বাসে ও জনভোগান্তির কথা চিন্তা করে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। দাবি আদায় না হলে ফের কর্মসূচির কথাও জানিয়েছেন তারা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বলেন, আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা কর্মবিরতি স্থগিত করেছি। এরপরেও যদি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতা কর্মীদের হয়রানি করা হয় সেক্ষেত্রে আলোচনা করে প্রয়োজনে আমরা আবারও কর্মসূচি হাতে নেব।

গত রোববার (২৬ জানুয়ারি) থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ট্যাংকলরি শ্রমিকরা। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সোম ও মঙ্গলবার তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

অন্যদিকে রোরবার থেকে ট্যাংকলরি শ্রমিকদের শুরু হওয়া কর্মবিরতির কারণে মজুত থাকা তেল শেষ হয়ে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তেল না পেয়ে ফিরে যেতে হয়েছিলো চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর