thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

২০২৫ জানুয়ারি ২৯ ১১:২৯:০৮
আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক:সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এর আগে পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস।

গত মঙ্গলবার তার পদত্যাগের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কারণ হিসেবে 'নতুন চ্যালেঞ্জ' নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

একসময় ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপেরেশন্স ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালারডাইস। ২০১২ সালে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর আট মাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে থাকার পর ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্ব নেন।

তবে অ্যালারডাইসের বিদায় নেওয়া প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সচিব জয় শাহ। তার আগমনের পর আইসিসিতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। যদিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর