thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি

২০২৫ জানুয়ারি ৩১ ০১:৫৬:৩২
বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই বিতর্ক চলছে। টুর্নামেন্টের শুরুতে টিকিট সমস্যা নিয়ে বিক্ষোভ শুরু হয়। স্টেডিয়ামের মূল গেট ভেঙ্গে ফেলার চেষ্টা করে বিক্ষুব্দ দর্শকরা।

টুর্নামেন্টের মাঝ পথে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক বিতর্ক হয়। পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার কমিটি গঠন নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়। উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষা করে খতিয়ে দেখার জন্য একটি ‘সত্যানুসন্ধ্যান কমিটি’ গঠন করা হলো।

এনএসসির পরিচালকের (ক্রীড়া) নেতৃত্বে এই কমিটিতে আছেন এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সংস্থাটির সহকারী পরিচালক (ক্রীড়া)। এই কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া ঢাকা পোস্টে প্রকাশিত ‘বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ তামিম’ শিরোনামের প্রতিবেদনটিও নজরে এসেছে এনএসসির। সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিসিবি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর