thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

৬ দিনে বইমেলায় ২৭৫ নতুন বই, শুক্রবার শিশুপ্রহর

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১২:৩৩:৫৭
৬ দিনে বইমেলায় ২৭৫ নতুন বই, শুক্রবার শিশুপ্রহর

দ্য রিপোর্ট প্রতিবেদক:অমর একুশে বইমেলা শুরুর প্রথম ৬ দিনে মোট ২৭৫টি বই প্রকাশিত হয়েছে। আর আগামীকাল (শুক্রবার) প্রথম ছুটির দিনে বরাবরের মতো এবারও শিশুদের জন্য থাকছে বিশেষ অনুষ্ঠানমালা ‘শিশুপ্রহর’।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। মেলায় আজ নতুন এসেছে ৮০টি বই।

সংশ্লিষ্টরা জানান, অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে মেলা শুরু হয় বিকেল ৩টায়। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন তারিক মনজুর। আলোচনায় অংশগ্রহণ করেন মাহবুব বোরহান এবং মুহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক।

আজকের বইমেলায় ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন টোকন ঠাকুর ও জাকির আবু জাফর।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সাখাওয়াত টিপু ও কবি জব্বার আল নাঈম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শহীদুল ইসলাম ও আশরাফুল হাসন বাবু।

বৃহস্পতিবার সংগীত পরিবেশন করেন শিল্পী আজগর আলীম, সৈয়দ আশিকুর রহমান, খায়রুল ওয়াসি, অগ্নিতা শিকদার মুগ্ধ, আঁখি আলমসহ প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর