thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৬ মে 25, ২৩ বৈশাখ ১৪৩২,  ৮ জিলকদ  1446

নজরদারিতে ছিলেন, অভিনেত্রী সোহানা সাবা ডিবি কার্যালয়ে

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১২:৩৫:৩০
নজরদারিতে ছিলেন, অভিনেত্রী সোহানা সাবা ডিবি কার্যালয়ে

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে আনা হয় বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “অভিনেত্রী শাওনের মতো সাবার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি নজরদারিতে ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারেনি পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার হন মেহের আফরোজ শাওন।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর