thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি 25, ২৯ মাঘ ১৪৩১,  ১২ শাবান 1446

স্টিল-অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১২:২৯:৫২
স্টিল-অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করবেন আজ। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যেকোনো স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে বলে জানান ট্রাম্প। এসব শুল্ক নির্দিষ্ট হারের ন্যায্য পদ্ধতি হবে। এই শুল্ক বিশ্বের যেকোনো দেশকে প্রভাবিত করবে। স্টিল ও অ্যালুমিনিয়ামের পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপ, ওষুধ, তেল ও গ্যাসের ওপরও শুল্ক বসানো হবে বলে জানান ট্রাম্প।

গত ১ ফেব্রুয়ারি চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে গত সপ্তাহে কানাডা ও মেক্সিকো নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এই দুই দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত রাখেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর