thereport24.com
ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি 25, ৬ ফাল্গুন ১৪৩১,  ২০ শাবান 1446

ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়: পরীমণি

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১০:৪৪:২৭
ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়: পরীমণি

দ্য রিপোর্ট প্রতিবেদক:হালের ক্রেজ পরীমণি নিয়মিত অভিনয় করছেন। ব্যক্তি জীবনে একাধিকবার প্রেমে জড়িয়েছিন তিনি। এবার ভালোবাসা দিবসে ভক্তদের বার্তা দিয়েছেন তিনি। ভালোবাসা দিবসের শেষলগ্নে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা বলেন, “ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে হয় না। বরং প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে দুনিয়া জয় করা যায়।”

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, “শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষ কে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…।”

পরীমণির সেই স্ট্যাটাসের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর পোস্ট দিয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, পরীমণির হাতের লেখাও ভালো।’সম্প্রতি ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নিরব। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর