thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সবচেয়ে দ্রুতগামী গোয়েন্দা বিমান

২০১৩ নভেম্বর ১৩ ১৯:০৩:৫৬
সবচেয়ে দ্রুতগামী গোয়েন্দা বিমান

দিরিপোর্ট২৪ ডেস্ক : এসআর-৭২ নামের মনুষ্যবিহীন বিমানটি শব্দের গতির চেয়ে ছয়গুণ বেশি গতিতে ছুটবে। ঘণ্টায় অতিক্রম করবে ৪ হাজার দুশো মাইল, সে হিসাবে প্রতি মিনিটে সত্তর মাইল। এই বিমানটি ভ্রমণের জন্য নকশা করা হয়নি। কিন্তু মিলিটারি অস্ত্র হিসেবে যার কাছ থেকে কোনো শত্রুই পালাতে পারবে না।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ভবিষ্যতের এই বিমানের নকশা করছেন লকহিড মার্টিন নামের একটি কোম্পানি। এটি যেকোনো মহাদেশে যেকোনো লক্ষ্যস্থলে এক ঘণ্টার কম সময়ের মধ্যে পৌছতে পারবে। তবে এটি এখনো পর্যন্ত পরিকল্পনা মাত্র, ২০৩০ সালের আগে এটি চুড়ান্তভাবে বাস্তবায়িত হবে না।

লকলিড মার্টিন ও এ্যারোজেট রকেটডাইন এই বিমানের জন্য নতুন ধরনের হাইব্রিড ইঞ্জিন তৈরিতে কাজ করছে। লকলিড আশা করছে এই বিমানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা ২০১৮ সালে প্রদর্শন করতে পারবে। পাঁচবছর পর তারা প্রথম পদক্ষেপ হিসেবে এক ইঞ্জিনের কম শক্তিসম্পন্ন একটি বিমান দিয়ে পরীক্ষা চালাবে। চুড়ান্ত ফলাফলটি পাওয়া যাবে ২০৩০ সালে।

ধারণা করা হচ্ছে এসআর-৭২ সামনের দিনে যুদ্ধের সংজ্ঞাকে পাল্টে দেবে। তবে তার আগে বিমানটি তৈরি হোক।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর