thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি 25, ৭ ফাল্গুন ১৪৩১,  ২১ শাবান 1446

ছাত্রশিবিরের পরিচয় গোপন করে রাজনীতি নিয়ে যা বললেন মাহিন

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৭:০০:৫৩
ছাত্রশিবিরের পরিচয় গোপন করে রাজনীতি নিয়ে যা বললেন মাহিন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছাত্রশিবির আদর্শিক রাজনীতি করে— দাবি সংগঠনটির। তাই সংগঠনটির সদস্যদের গর্বিত হয়ে সামনে আসাটা কর্তব্য বলে মনে করেন সমন্বয়ক মাহিন সরকার। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন

মাহিন সরকার বলেন, ছাত্রশিবির যারা করেন তাদের প্রত্যেকের আসলে রাজনৈতিক পরিচয় উন্মোচন করে চলা উচিত। এটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। বাংলাদেশের জন্য ক্ষতিকর নয় এমন যে কারোরই এখানে থাকার অধিকার আছে এবং থাকবে। আপনারা অনেক প্রোগ্রাম করেন এবং নানান আয়োজন করেন, তাহলে সেখানে উপস্থিত সবাই কি ছাত্রশিবির? হয়তো সেরকম না।

তিনি আরও বলেন, কথা হচ্ছে পরিচয় উন্মোচন করে চললে কী হয় এবং না চললে কী হয়! পরিচয় উন্মোচন করে চললে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে তার লক্ষ্য পূরণে আপনি তৎপর থাকবেন সেটা জানা কথা। পরিচয় উন্মোচন না করে চললে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কেউ ওয়াকিবহাল থাকে না। ফলে একেবারে রাজনৈতিক ছাত্রসংগঠন থেকে দূরে থাকা শিক্ষার্থীকেও দ্বিধাবোধ করে।

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ছাত্রশিবির যেহেতু দাবি করে তারা আদর্শিক রাজনীতি করে, সেহেতু তাদের আদর্শ এবং সকল সদস্য গর্বিত হয়ে সামনে আসাটা কর্তব্য। বামপন্থিরা আদর্শিক রাজনীতি করেন, তারা কিন্তু পরিচয় গর্বিত হয়েই দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর