thereport24.com
ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি 25, ৮ ফাল্গুন ১৪৩১,  ২২ শাবান 1446

শিক্ষার্থীর রগ কাটতে শিবিরের চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৯:৩৫:৩০
শিক্ষার্থীর রগ কাটতে শিবিরের চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের হামলা ও রগ কাটার প্রচেষ্টা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ঢাবি ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের আড়ালে থেকে ইসলামী ছাত্র শিবিরের সহিংস নেতাকর্মীরা কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারিরীকভাবে লাঞ্ছিত ও আহত করেছে। এছাড়া, শিবিরের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ফেসবুক কমেন্টের জের ধরে আজ বৃহস্পতিবার এমসি কলেজের ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কাটার চেষ্টা করে শিবিরের কতিপয় সন্ত্রাসী।

কুয়েটের উপাচার্যের ওপর হামলা এবং এমসি কলেজের শিক্ষার্থীর ওপর হামলার নিন্দা জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিল করবে ঢাবি ছাত্রদল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর