thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

অবশেষে ভেঙেই গেল চাহাল-ধনশ্রীর সংসার

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১২:৫৭:১০
অবশেষে ভেঙেই গেল চাহাল-ধনশ্রীর সংসার

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেছেন। গত কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তারা এ বিষয়ে খোলাখুলিভাবে কিছু বলেননি।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে তারা দুজনই সশরীরে উপস্থিত ছিলেন। সেখানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমেরর প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের আগে আদালতের নির্দেশে চাহাল ও ধনশ্রীকে ৪৫ মিনিটের একটি কাউন্সেলিং সেশনে অংশ নিতে হয়। তবে সেশনের পর বিচারককে জানানো হয় যে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলাদা হতে চান। জানা গেছে, গত ১৮ মাস ধরে তারা আলাদাভাবে বসবাস করছিলেন এবং মূলত ‘সঙ্গতিহীনতার’ কারণে তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিটে আদালত তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন।

চূড়ান্ত শুনানির আগে চাহাল ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন, তা আমি গুনে শেষ করতে পারবো না। এমন অনেকবার হয়তো হয়েছে যখন আমি জানতেও পারিনি যে তিনি আমাকে রক্ষা করেছেন। ধন্যবাদ ঈশ্বর, সবসময় আমার পাশে থাকার জন্য। আমেন।’

ধনশ্রীও নিজের ইনস্টাগ্রামে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন,‘চিন্তা থেকে আশীর্বাদ – ঈশ্বর কীভাবে আমাদের দুশ্চিন্তা ও পরীক্ষা-নিরীক্ষাকে আশীর্বাদে পরিণত করেন, তা সত্যিই অবিশ্বাস্য! যদি আজ আপনি কোনো কিছুর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হন, তাহলে এটি আপনার জন্য একটি সুযোগ। আপনি হয় দুশ্চিন্তা চালিয়ে যেতে পারেন, নয়তো সবকিছু ঈশ্বরের হাতে তুলে দিয়ে প্রার্থনা করতে পারেন। বিশ্বাস রাখুন, ঈশ্বর সবকিছু আপনার মঙ্গলের জন্যই কাজ করছেন।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর