thereport24.com
ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি 25, ৯ ফাল্গুন ১৪৩১,  ২৩ শাবান 1446

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ৪ যাত্রী নিহত

২০২৫ ফেব্রুয়ারি ২২ ০৮:৪৯:৪৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ৪ যাত্রী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক:বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা চার যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার মোজাহার আলী, একই এলাকার সাদিকুল, নওগাঁর আদমদিঘী উপজেলার শহিদুল ইসলাম ও কাহালুর বিপুল এলাকার মায়ান সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজনশ্রমিক। অটোভ্যানটি মূল সড়কে ওঠার সময় এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এতে গুরুতর অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা যায়নি।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর