thereport24.com
ঢাকা, শনিবার, ১ মার্চ 25, ১৭ ফাল্গুন ১৪৩১,  ১ রমজান 1446

সাবেকদের টুর্নামেন্টে সাকিব, খেলবেন তামিমের বিপক্ষে

২০২৫ মার্চ ০১ ১৬:০৬:৩৮
সাবেকদের টুর্নামেন্টে সাকিব, খেলবেন তামিমের বিপক্ষে

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় দলে না থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট (টি-টোয়েন্টি বাদে)থেকে অবসর নেননি সাকিব আল হাসান। সক্রিয় রয়েছেন পেশাদার ক্রিকেটেও।

তবে এবার সাবেকদের ক্রিকেট টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

ভারতের রাজস্থানে আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানেই এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। গতকাল রাতে এশিয়ান স্টারসের এক্স পোস্টে তাদের হয়ে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়।

একই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামে একটি দলও খেলবে। এই দলটিতে খেলবেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল। এই দলের অধিনায়ক আগেই অবসর নেওয়া মোহাম্মদ আশরাফুল। এই দলে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা।

সাবেকদের এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট 'স্পোর্টসকিডা' জানিয়েছে, শুরুতে সাকিবের খেলার কথা ছিল বাংলা টাইগার্সের হয়েই। কিন্তু পরে এশিয়ান স্টারসে নাম লেখান তিনি। তবে সাকিব কেন বাংলা টাইগার্সে যাননি, সেটি নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

আগামী ১০ মার্চ টুর্নামেন্টে সাকিবদের প্রথম ম্যাচ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগান পাঠানস। এরপর ১২ মার্চ বাংলা টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টারস। এই ম্যাচে সাকিব ও তামিমের মুখোমুখি হওয়ার কথা।

পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল ইন্ডিয়ান রয়্যালস ও শ্রীলঙ্কান লায়নস। ভারতের দলটিতে খেলবেন শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু ও ইউসুফ পাঠানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর লঙ্কানদের হয়ে খেলবেন তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গারা। আসরের ফাইনাল হবে ১৮ মার্চ। সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর