thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

গভীররাতে আদালত, মাগুরায় শিশু ধর্ষণ মামলার ৪ আসামির রিমান্ড

২০২৫ মার্চ ১০ ১০:৪০:৪৮
গভীররাতে আদালত, মাগুরায় শিশু ধর্ষণ মামলার ৪ আসামির রিমান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাতদিন এবং অন্য তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচদিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার (০৯ মার্চ) দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামিদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দিনভর এ নিয়ে আদালতের সামনে বিক্ষুব্ধ জনতা ভিড় করতে থাকে। যে কারণে গভীর রাতে আদালতে পরিচালনার মাধ্যমে তাদের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে, মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজম ভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে দশ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ^শুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একইসাথে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, রাতে রিমান্ড শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

গত বুধবার (০৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর