thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

পাকিস্তানি কোচের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি

২০২৫ মার্চ ১৪ ১২:৩৭:৪৭
পাকিস্তানি কোচের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি

দ্য রিপোর্ট ডেস্ক:বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। দলে তার ভূমিকায় বিসিবির সন্তুষ্টির কথা জানা গেছে বিভিন্ন সময়। যে কারণে এবার দুই বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনটি।

বিসিবি কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, স্পিন পরামর্শক মুশতাক আহমেদের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হতে পারে। আর তিনি একই ভূমিকা পালন করতে পারেন। এ ব্যাপারে তার সঙ্গে চুক্তিটি দ্রুতই সম্পন্ন হবে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা আশা করছেন মুশতাক বোর্ডের সঙ্গে জাতীয় দলের বাইরে আলাদাভাবে বছরে ১৩০দিন কাজ করবেন।

ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি কেবল জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন না, বরং আমরা চাই যে তিনি আমাদের স্পিনারদের যেমন হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রেও দিকনির্দেশনা দিক।’

উল্লেখ্য, পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১ উইকেট নিয়েছেন। ২০২৪ সালের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তার আগে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তানের (২০২০-২২) স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর