thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

মিরসরাইয়ে ট্রেন চলাচল শুরু

২০১৪ এপ্রিল ০৭ ১৭:৫৬:২২
মিরসরাইয়ে ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকামুখী কর্ণফুলি এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির ঘটনায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার বিকেল ৪টা থেকে পাশ্ববর্তী বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে বগি সরানো ও লাইন মেরামতের কাজ চলছে।

দুপুর ১টার দিকে বগিচ্যুতির ঘটনার সময় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নাসিমা আক্তার (২৩)। তিনি কক্সবাজারের রেইকোর্ট পাড়ার নাজিম উদ্দিনের স্ত্রী। অপরজন হলেন, রাউজানের চৌধুরী বাড়ির টিপু সুলতান। তার বাবার নাম আরমান চৌধুরী।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া জানান, লাইন মেরামতের কাজ চলছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচল শুরু করেছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/এপ্রিল ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর