thereport24.com
ঢাকা, সোমবার, ৩১ মার্চ 25, ১৭ চৈত্র ১৪৩১,  ১ শাওয়াল 1446

"জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই"

২০২৫ মার্চ ২৬ ১১:৩৫:৩৩

দ্য রিপোর্ট প্রতিবেদক:জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কারগুলো করতেঐকমত্যে না পৌঁছানোর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেনঅন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারেজাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকেই। এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন সংস্কার বিষয়ে ঐকমত্যগড়ার। সেটা অবশ্যই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটাকে চ্যালেঞ্জ বলেন আর না বলেন, একটা প্রক্রিয়া তো বটেই। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা।”

তিনি আরো বলেন, “আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি, জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড, যে বর্বরতা হলো তার একটা সুষ্ঠু বিচার। এখন সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব এই বিচারের কিছুকিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি। তাদের মধ্যে যেন ওই আস্থাটাআসে, সত্যিই এই বর্বরতার একটা বিচার হচ্ছে।”

ঐকমত্যকতটা হবে বলে প্রত্যাশা করেন এমন প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, “জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐকমত্যকরব। একেকজন মানুষ একেকটা বিষয়কে একেকভাবে দেখেন। দৃষ্টি ভঙ্গি একেকভাবে আনেন। সেই দৃষ্টিভঙ্গির যে তফাতগুলো আছে, সেগুলোকে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটাতে একটু সময় লাগবে। একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রধান্য দেবেন।”

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর