thereport24.com
ঢাকা, রবিবার, ৩০ মার্চ 25, ১৬ চৈত্র ১৪৩১,  ৩০ রমজান 1446

শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

২০২৫ মার্চ ২৮ ১০:১০:৫০
শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের আজ শুক্রবারও (২৮ মার্চ) খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক।

ব্যাংক চারটি হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক।

এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোকে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে জুমাতুল বিদার জন্য বিরতি।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের আগেই বেতন-ভাতাদি উত্তোলনের সুবিধার্থে বৃহস্পতিবার এমন নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর