thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল 25, ১৮ চৈত্র ১৪৩১,  ২ শাওয়াল 1446

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

২০২৫ মার্চ ৩১ ১২:০১:৪৮
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই জামাতে নামাজ আদায় করেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের অন্য সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন।

সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে জড়ো হন মুসল্লিরা। পুরো ময়দান ছিল কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা।

নামাজ শেষে মোনাজাতের আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এ সময়ে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে, খুব সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ইসলামি বয়ান চলছিল।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর