thereport24.com
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল 25, ২৯ চৈত্র ১৪৩১,  ১৩ শাওয়াল 1446

দীর্ঘ ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ এপ্রিল ০৯ ১২:২৯:৫৪
দীর্ঘ ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক:দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বাজতে শুরু করেছে ক্লাসে প্রবেশের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত শিক্ষাঙ্গন ও শ্রেণিকক্ষ। অনেক দিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

তবে, যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে ছুটি আরো দীর্ঘায়িত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর