thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল 25, ১৪ বৈশাখ ১৪৩২,  ২৮ শাওয়াল 1446

‘মার্জিন রুলস’ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ হস্তান্তর

২০২৫ এপ্রিল ২৭ ২০:০৮:৪৪
‘মার্জিন রুলস’ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘মার্জিন রুলস’ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে হস্তান্তর করাহয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণ বিষয়ে চূড়ান্ত সুপারিশ জমা দেয় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স।

এ সময় বিএসইসি কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি ও পুঁজিবাজার সংজ্ঞায় টাস্কফোর্স দেশের পুঁজিবাজারের সংস্কারের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট পক্ষগুলোকে সঙ্গে নিয়ে সবার পরামর্শ ও মতামতের আলোকে সংস্কারের জন্য কাজ করছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের দ্রুত বাস্তবায়নে বিএসইসি তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণ সংক্রান্ত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের মার্জিন ঋণ সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান হবে।

গত বছরের ৭ অক্টোবর বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণের বিষয়ে খসড়া সুপারিশ জমা দিয়েছিল। পরে ওই খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়। সেইসব মতামত বিবেচনায় নিয়েই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।

সোমবার (২৮ এপ্রিল) বিএসইসির মাল্টিপারপাস হলে চূড়ান্ত সুপারিশের বিষয়ে একটি প্রেস কনফারেন্স আয়োজিত হবে। প্রেস কনফারেন্সে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যরা উল্লেখিত চূড়ান্ত সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর