thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১ মে 25, ১৮ বৈশাখ ১৪৩২,  ৩ জিলকদ  1446

তিন দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই

২০২৫ মে ০১ ১১:০৮:৫৬
তিন দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই

দ্য রিপোর্ট প্রতিবেদক:আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আজ ১ মে সরকারি ছুটি। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটিতে পরিণত হয়েছে।

এ সুযোগে অনেকেই ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন পর্যটনকেন্দ্রগুলোতে। এতে করে দূরপাল্লার বাসে যাত্রীর চাপ বেড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) অফিস ছুটির পর রাজধানীর বাস টার্মিনালগুলোত যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোর টার্মিনাল ছেড়ে যাওয়ার তাড়া দেখা গেছে। এছাড়া আজ বৃহস্পতিবার সকালেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।

এদিকে গতকাল বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গুলিস্তান, মগবাজার, কারওয়ান বাজার, সাতরাস্তা, ফার্মগেট, যাত্রাবাড়ী, মিরপুর, বনানী ও মহাখালী এলাকায় অফিসফেরত মানুষ ও টার্মিনালমুখী যাত্রীদের কারণে যানজট আরও বেড়ে যায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর