thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

২০২৫ মে ০৪ ০৮:৪৬:২৬
এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ।

রবিবার (৪ মে) এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার এলপিজির মূল্য ও অটোগ্যাসের মূল্য জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বর্ণনায় বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা ঘোষণা করা হবে।

তবে বিইআরসি গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন না করতে নির্দেশনা জারি করেছিল। এছাড়া, ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ এবং ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।

বিইআরসি ৬ এপ্রিল লিটারে ২ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা এবং ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর