thereport24.com
ঢাকা, বুধবার, ১৪ মে 25, ৩১ বৈশাখ ১৪৩২,  ১৬ জিলকদ  1446

রাবাদাকে রেখেই ফাইনালের দল দিল দক্ষিণ আফ্রিকা

২০২৫ মে ১৪ ১০:৪১:১২
রাবাদাকে রেখেই ফাইনালের দল দিল দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট ডেস্ক:জোহানেসবার্গে শুকরি কনরাড ও টেম্বা বাভুমা লম্বা সময় শুনলেন কাগিসো রাবাদা ইস্যুতে প্রশ্ন। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচ ও অধিনায়ক ঠাণ্ডা মাথায় সামলালেন প্রশ্নবাণ। কেন এবং ঠিক কি কারণে ডোপপাপী রাবাদা দলে সেই ব্যাখ্যাও দিলেন। এরআগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল দেয় প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

সেই দলের ব্যাখায় কোচ শুকরি বলেছেন, ‘রাবাদা দলে খুব প্রয়োজনীয় একজন। সে তার শাস্তি পেয়েছে, এখন আমি চাই সে মাঠে পারফরম্যান্স করুক।’ একই মত অধিনায়ক বাভুমারও, ‘যদি সত্যিই ওর কোনও আসক্তি থাকে, তাহলে ওর সাহায্য প্রয়োজন।’

তবে সম্ভাবনা ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে থাকলেনও রাবাদা। আগামী মাসের শুরুর দিকে ইংল্যান্ডের লর্ডসে বসবে সাদা পোশাকের শ্রেষ্ঠত্ব খোঁজার লড়াই। অজিদের বিপক্ষে প্রোটিয়া দলে পেস আক্রমণে রাবাদার সঙ্গ দেবেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার ও কর্বিন বশ।

স্পিনার হিসাবে কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামী। ট্রিস্টান স্টাবস, কর্বিন বশ, রায়ান রিকেলটনেরা আইপিএলে ভাল ছন্দে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলেও জায়গা পেয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। অন্য দিকে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। এর আগের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শিরোপা ধরে রাখতে পারেনি। আসরের প্রথম দু’বার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকে ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়া আইপিএল আর নাও ফিরতে পারেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফাইনালের আগে তারা ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে এবং ৩ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলবে। সেক্ষেত্রে আরও আগেই দেশে ফিরতে হবে একাদশে থাকা খেলোয়াড়দের। ১১ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের পাঁচ দিনের মহারণ।

দক্ষিণ আফ্রিকার দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কর্বিন বশ, টনি ডে জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, ডিন পিটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভারানে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর