thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে 25, ১ জ্যৈষ্ঠ ১৪৩২,  ১৭ জিলকদ  1446

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লিভ টু আপিল শুনানি ২৬ মে

২০২৫ মে ১৫ ১৫:২৩:৫১
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লিভ টু আপিল শুনানি ২৬ মে

দ্য রিপোর্ট প্রতিবেদক:একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয়।

প্রথম দিনের শুনানি শেষে ২৬ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন।

২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে। আর ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর