thereport24.com
ঢাকা, রবিবার, ১৮ মে 25, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২০ জিলকদ  1446

পরিবারসহ এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

২০২৫ মে ১৮ ০৯:৩৫:২৩
পরিবারসহ এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক:চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে। তার পরিবার-পরিজনকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।

শুক্রবার (১৬ মে) ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে এ চিঠি আসে। শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির এই নেতা।

পোস্টে আখতার হোসেনে লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। ”

তিনি আরও লেখেন, ‘চিঠিটা ডাকপিওন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। ’

আখতার হোসেনা আরও লেখেন, ‘বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। ’

কমেন্টবক্সে সেই চিঠির খামের ছবি পোস্ট করেছেন আখতার হোসেন। তাতে প্রেরকের নাম, ঠিকানা ও মোবাইলফোন নম্বরও দেওয়া হয়েছে। প্রেরকের এসব তথ্যে সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে পোস্টে কিছু লেখেননি আখতারও।

কমেন্টবক্সে অনেকে তাকে সাহস জুগিয়েছেন। কেউ কেউ নিরাপদে ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ আবার তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর