thereport24.com
ঢাকা, বুধবার, ২১ মে 25, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৩ জিলকদ  1446

বিদেশে পেশাগত কোর্স ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

২০২৫ মে ২১ ১১:৩২:৫৫
বিদেশে পেশাগত কোর্স ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশের পেশাগত কোর্স, শিক্ষা প্রতিষ্ঠানে দূরশিক্ষা বা অনলাইন সার্টিফিকেশন কোর্সে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা এখন থেকে বাংলাদেশ থেকে বৈধভাবে ফি পাঠাতে পারবেন। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। ফলে এসব কোর্সের ফি পাঠানো সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো শিক্ষার্থীদের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে শিক্ষার্থীরা শুধুমাত্র একবার একটি কোর্সে অংশ নেওয়ার জন্য এই সুবিধা পাবেন। রেমিট্যান্স পাঠানোর জন্য লাগবে টিএম ফর্ম, কোর্স ফি সংক্রান্ত ইনভয়েস বা ডিমান্ড নোট বা পরীক্ষার ফি সংক্রান্ত নোটিশ এবং ঘোষণাপত্র। পরবর্তী যেকোনো রেমিট্যান্স পাঠানোর আগে কোর্সের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। পুরো কোর্স চলাকালীন শিক্ষার্থীরা একটি মাত্র অনুমোদিত ব্যাংক শাখা থেকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। রেমিট্যান্স বিদেশি প্রতিষ্ঠানের নামে পাঠাতে হবে। প্রয়োজনে কার্ড চ্যানেল ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

সার্কুলারে বলা হয়েছে, পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত সনদ যেমন চার্টার্ড সার্টিফাইট অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ), চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ), প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল(পিএমপি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ, সিআইএমএ, আইইএলটিএস, টোয়েফল এই ধরনের কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে এসব ফি পাঠাতে আগে সময় সাপেক্ষ ও জটিল ছিল। এই নির্দেশনার ফলে শিক্ষার্থীরা সহজেই বৈধ পথে কোর্স ফি পাঠাতে পারবেন।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর