thereport24.com
ঢাকা, রবিবার, ২৫ মে 25, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৭ জিলকদ  1446

নাগরিক সমাজ ছাড়া সংস্কার সম্ভব নয়: অধ্যাপক আলী রীয়াজ

২০২৫ মে ২৫ ২২:৩০:২২
নাগরিক সমাজ ছাড়া সংস্কার সম্ভব নয়: অধ্যাপক আলী রীয়াজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে নাগরিক সমাজের অংশগ্রহণ অপরিহার্য। শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠন সম্ভব নয়। সুশীল সমাজের অন্তর্ভুক্তি ও সক্রিয় অংশগ্রহণই সেই উদ্যোগকে অর্থবহ করে তুলতে পারে।”

রবিবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত এক সুশীল সমাজ সংলাপে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের এ আয়োজনে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার আলোচনায় কিছু বিষয়ে সমঝোতা হয়েছে ঠিকই, তবে মতভেদও রয়ে গেছে। এ অবস্থায় নাগরিক সমাজের যুক্ত হওয়া সময়ের দাবি। বিপুল রক্তপাত ও ত্যাগের বিনিময়ে যে অবস্থানে আমরা পৌঁছেছি, সেটিকে অবহেলা করা যায় না। জাতীয় ঐকমত্য গঠনের এ সুযোগ বারবার আসবে না।”

তিনি বলেন, “যেসব বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে মতৈক্য হয়নি, তা জনসমক্ষে তুলে ধরা হবে। একইসঙ্গে জাতীয় সনদ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও রয়েছে, যা ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”

আলোচনায় অংশগ্রহণকারী সুশীল সমাজের প্রতিনিধিরা মানবাধিকার, নারী অধিকার, জাতিগত বৈচিত্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারকে অগ্রাধিকার দিয়ে ঐকমত্য গঠনের আহ্বান জানান।

বক্তারা বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য এখনই উদ্যোগ নেওয়া দরকার। বিশেষ করে অভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণ নারীরা রাজনীতিতে যুক্ত হতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।

তারা বলেন, একটি সমন্বিত জাতীয় সনদ ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলগুলোর পথনির্দেশক হবে। এই সনদে গণতন্ত্র, ন্যায্যতা ও মানবিক মূল্যবোধ প্রতিফলিত হলে, যে কোনো সরকার তা অনুসরণকরতে বাধ্য থাকবে

সংলাপে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুল মতিন, মেজর জেনারেল (অব.) আ ন ম মনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. মির্জা হাসান, ড. গীতি আরা নাসরিন, ড. সামিনা লুৎফা, সুলতানা রাজিয়া, সাংবাদিক বাসুদেব ধর, ইলিরা দেওয়ান, আশরাফুন নাহার মিষ্টি এবং চৌধুরী সামিউল হক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর