thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৭ মে 25, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২৯ জিলকদ  1446

"সরকার বিনিয়োগ শক্তিশালী করতে প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছে"

২০২৫ মে ২৬ ২২:০৬:৪৪

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ আর্থিক পরিষেবার দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি বিনিয়োগে সুশাসন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৬ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার বিনিয়োগ শক্তিশালী করতে প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছে। যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে করে প্রকল্প সম্পর্কে সব শ্রেণি পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। প্রতিটি কাজে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। সাধারণ মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিতে হবে। এতে দেশের অর্থনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অযোগ্য প্রকল্পে অনেক টাকা খরচ করা হয়, যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না বলেও মনে করেন অর্থ উপদেষ্টা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর