thereport24.com
ঢাকা, বুধবার, ২৮ মে 25, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২,  ৩০ জিলকদ  1446

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: সাইবার হামলার ধাক্কা সামলে অনলাইনে ফিরছে টিকিট বিক্রি

২০২৫ মে ২৬ ২২:১৯:১৬
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: সাইবার হামলার ধাক্কা সামলে অনলাইনে ফিরছে টিকিট বিক্রি

দ্য রিপোর্ট ডেস্ক:এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১০ জুন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।

জাতীয় দলের জার্সিতে হামজা চৌধুরী ও শমিত সোমের ঘরের মাঠে অভিষেক—ম্যাচটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছিল তাদের টিকিটিং পার্টনার টিকিফাই-এর মাধ্যমে। কিন্তু বিক্রি শুরুর তিন ঘণ্টার মধ্যেই সাইবার হামলার কারণে বন্ধ হয়ে যায় অনলাইন কার্যক্রম। আজ রাত ১০টা থেকে আবার শুরু হচ্ছে টিকিট বিক্রি। সোমবার (২৬ মে) সকালে পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কুল-মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

সাইবার হামলায় বিঘ্ন, এবার বাড়তি সতর্কতা

গত শনিবার রাত ৮টার পর শুরু হয় অনলাইন টিকিট বিক্রি। বিপুল চাপ সামাল দিতে না পারা এবং দুটি ভিন্ন আইপি অ্যাড্রেস থেকে সাইবার হামলার কারণে ওয়েবসাইট অচল হয়ে পড়ে। বিষয়টি স্বীকার করে তাবিথ বলেন, “বাফুফে সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। প্রথমবারের উদ্যোগে কিছু ত্রুটি হতে পারে। আমরা বিষয়টি বুঝে নিয়েছি এবং যথাযথ প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে আবার শুরু করছি। ”

তিনি আরও জানান, এবার টিকিট সংগ্রহ থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত থাকবে নজরদারি।

টিকিট না পেলেও থাকবে খেলা দেখার সুযোগ

স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৮ হাজার ৩০০ হলেও চাহিদা তার অনেক বেশি। ফলে অনেক ভক্ত টিকিট না পেয়ে থাকতে পারেন গ্যালারির বাইরে। তাদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা।

তাবিথ বলেন, “স্টেডিয়ামের বাইরেও হাজার দুয়েক দর্শক খেলা দেখতে পারবেন। আমরা বাইরে জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন তৈরির কাজও চলছে। ”

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখনো জিইয়ে রেখেছে বাংলাদেশ

এএফসি বাছাইয়ের গ্রুপে এখন পর্যন্ত সব দলই এক পয়েন্টে সমান অবস্থানে রয়েছে। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ।

বাফুফে সভাপতি বলেন, “এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের গ্রুপটি সবচেয়ে কঠিন বলা চলে। প্রত্যেকেরই এক পয়েন্ট, কেউ এখনো গোলও করতে পারেনি। সিঙ্গাপুর ম্যাচটি তাই দারুণ গুরুত্বপূর্ণ। আমি এই ম্যাচ নিয়ে অত্যন্ত আশাবাদী। ”

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর