thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

আকাশসীমা বন্ধ করলো জর্দান

২০২৫ জুন ১৫ ০৯:২৭:০২
আকাশসীমা বন্ধ করলো জর্দান

দ্য রিপোর্ট ডেস্ক:ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে জর্দান তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

শনিবার রাতভর ইরানের পাল্টা হামলার সময় জর্দানের আকাশ দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র অতিক্রম করতে দেখা গেছে।

রাজধানী আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস হয়।

জর্দানের এই সিদ্ধান্তে দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

ইরান ও ইসরায়েল গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা চালানো শুরু করে। শনিবার দিবাগত রাতেও দুই দেশের হামলা-পাল্টা হামলা চলছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর