thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

আরো ২৬ জনের করোনা শনাক্ত

২০২৫ জুন ২৬ ০১:৫৫:৫৬
আরো ২৬ জনের করোনা শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:গত ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৪৯৯ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর