thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

২০২৫ জুলাই ০১ ১১:১১:১১
আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

দ্য রিপোর্ট প্রতিবেদক:দিনের শুরুতে ইন্টার মিলানকে বিদায় করে চমক দিয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স। তবে দিনের সবচেয়ে বড় চমকটা তুলে রেখেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফ্লোরিডায় ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দলটা।

৯০ মিনিটে খেলা ২-২ এ শেষ হলে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। ১১২ মিনিটে মার্কোস লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে আল হিলালকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফিল ফোডেন গোল করে সিটি সমর্থকদের আশা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের দল আল হিলাল ম্যাচ জিতে ফ্লুমিনেন্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠে গেল।

বলের দখল থেকে গোলে শট, সবকিছুতে আধিপত্য বিস্তার করেছে ম্যানসিটি। ম্যাচের প্রথম গোলটাও সিটিই পেয়েছিল। নবম মিনিটে বের্নার্দো সিলভার করা গোলটা নিয়ে আল হিলাল প্রশ্ন তুলেছিল যদিও। রায়ান আইত-নৌরির ডান হাতের বাইসেপে বল লাগার পর সিলভার কাছে আসে। সিলভা বাঁ পায়ে শট নিয়ে বল জালে পাঠান। আল হিলালের খেলোয়াড়রা আপত্তি তুললেও রেফারি তাতে কান দেয়নি। বিরতিতে দলটা যায় ১-০ গোলে এগিয়ে থেকে।

তবে পরিস্থিতি বদলে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। আল হিলাল শুরুতে দুটি গোল করে ২-১ গোলে এগিয়ে যায়। ৪৬ সেকেন্ডের মাথায় নাসের আল দাওসারির শট এডারসন ঠেকান। ফিরতি শট মালকম নিলেও ডিফেন্ডারে লেগে বল লিওনার্দোর কাছে আসে। তিনি সহজেই হেডে গোল করেন। ৫২ মিনিটে আবারও আল হিলাল এগিয়ে যায়। জোয়াও কানসেলো বল ক্লিয়ার করে মালকমের কাছে পাঠান। মালকম বল নিয়ে ড্রিবল করে বাঁ পায়ে শট নিয়ে এডারসনকে পরাস্ত করেন।

এর তিন মিনিট পর ম্যানসিটি সমতা ফেরায়। কর্নার থেকে হালান্ডের হেড ব্যর্থ হলেও বল তার কাছে ফিরে আসে। হালান্ড বাম পায়ে শট নিয়ে বনোর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যানসিটির বেশ কয়েকটি সুযোগ ছিল। ৮৪ মিনিটে মানুয়েল আকাঞ্জির হেড পোস্টে লাগে। ফিরতি বলে হালান্ড শট নিতে যাচ্ছিলেন, কিন্তু আল হিলালের আলি লাজামি বল গোললাইন থেকে সাফ করেন। এক মিনিট পর রুবেন দিয়াসের দূরপাল্লার শট বনো কর্নারে পাঠান। ফলে খেলাটা ২-২ সমতায় থেকে চলে যায় অতিরিক্ত সময়ে।

সেখানে চতুর্থ মিনিটে কুলিবালি হেডে গোল করে আল হিলালকে ৩-২ তে এগিয়ে নেন। রুবেন নেভেস কর্নার কিক নেন। কুলিবালি লাফিয়ে বল এডারসনের বাঁদিকে পাঠান। এরপর ফিল ফোডেন গোল করে আশা দেখান ম্যানসিটিকে।

তবে ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায় গোল আসে সের্গেই মিলিনকোভিচ সাভিচের হেডার থেকে। এডারসন সেই হেড ঠেকালেও বল লিওনার্দোর গায়ে লেগে গোললাইনের সামনে চলে আসে। সেখান থেকে লিওনার্দো ডান পায়ে শট নিয়ে জাল খুঁজে নেন।

ফলে ৭ গোলের থ্রিলারে শেষ হাসিটা হাসে আল হিলাল। শেষ আটে তারা খেলবে ব্রাজিলের দল ফ্লুমিনেন্সের বিপক্ষে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর