thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে: সালাহউদ্দিন

২০২৫ জুলাই ১৫ ০৯:৩৫:১১
নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে: সালাহউদ্দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক:নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন্তব্য করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে ১শ নারী আসনের পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়।

তিনি বলেন, বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১শ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন।

এ ছাড়া সালাহউদ্দিন আহমদ জানান, সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে, তাদের সংসদের উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে কোন পদ্ধতিতে এই নির্বাচন পদ্ধতি হবে, সেটা নিয়ে ঐকমত্য হয়নি।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নারী আসনে কোন পদ্ধতিতে প্রতিনিধিদের নির্বাচন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর