thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

২০২৫ জুলাই ১৬ ১১:২৭:৫০
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক:ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে যে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।

মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত দক্ষিণ গাজার রাফাহর উত্তরে একটি বিতর্কিত "গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন" (জিএইচএফ) দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে ইসরায়েলি হামলায় অন্তত দুই নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গাজায় অন্তত ৮৭৫ জন মানুষ নিহত হয়েছে।

এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা ১৫ জুলাই ভোর থেকে অন্তত ১৮ জন শহীদের মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে সরিয়েছে, যাদের বেশিরভাগই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলার শিকার।

ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

আক্রান্ত এলাকাগুলোর মধ্যে জাবালিয়া শহর অন্যতম, একটি বিধ্বস্ত নগরী, যেখানে মানুষ আতঙ্ক ও ভয়ে পালিয়ে যাচ্ছে। মানুষজন গাড়ি ও গাধা ব্যবহার করে এলাকা ত্যাগ করছে, সবাই অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটছে; তারা জানে না কোথায় যাবে। তারা পরিবহনের সাথেও লড়াই করছে, কারণ এখানে এবং আশেপাশে জ্বালানির অভাব রয়েছে। তাই পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল। এখানে বসবাসরত সবাই এক চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

গাজা শহরের এক শরণার্থী তাঁবুতে ইসরায়েলি এক হামলায় ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স সংস্থা।

সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর