thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

চট্টগ্রামে আম্বিয়া টেক্সটাইল শ্রমিকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে

২০১৪ এপ্রিল ০৮ ১২:৪০:২৪
চট্টগ্রামে আম্বিয়া টেক্সটাইল শ্রমিকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে

চট্টগ্রাম অফিস : বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আম্বিয়া নিটিং অ্যান্ড ডাইং টেক্সটাইল মিলের শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সরেজমিন দেখা গেছে, পটিয়ার হাবিলাসদ্বীপ চরকানাই মিলিটারি পুলে অবস্থিত ওই টেক্সটাইল মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিক নেতা ও আম্বিয়া নিটিং অ্যান্ড ডাইং টেক্সটাইল মিলের নিটিং অপারেটর মঞ্জুরুল আলম দ্য রিপোর্টকে বলেন, ‘মালিকপক্ষ আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় মঙ্গলবার আমরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছি।’

তিনি আরো জানান, বেতন বৃদ্ধি, ওভার টাইমের টাকা না কাটা, নাস্তা বাবদ টাকা বৃদ্ধি করা ও দেরিতে বেতন না দেওয়াসহ অন্য দাবিগুলো মেনে নেওয়া হলে আন্দোলন স্থগিত করা হবে।

কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির দুপুর ১২টার দিকে দ্য রিপোর্টকে জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/এজেড/এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর