thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জুলাই 25, ৫ শ্রাবণ ১৪৩২,  ২৫ মহররম 1447

প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

২০২৫ জুলাই ২১ ০০:৪২:৫৫
প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪২.০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮০টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।

এদিন ডিএসইতে মোট ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৩১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬.৯০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১০.২৯ পয়েন্ট বেড়ে ৯২০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭৫.০৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৮টি কোম্পানির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭১ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর