thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই 25, ৬ শ্রাবণ ১৪৩২,  ২৬ মহররম 1447

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইআবি ভিসির শোক

২০২৫ জুলাই ২২ ০২:১৬:৪৪
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইআবি ভিসির শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মর্মান্তিক এই দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান আকস্মিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত এবং অনেকে অগ্নিদগ্ধ ও আহত হয়। মর্মান্তিক এই দূর্ঘটনায় বাংলাদেশ সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে।

মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হবে। জোহর নামাজের পরে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর