thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ জুলাই 25, ৮ শ্রাবণ ১৪৩২,  ২৭ মহররম 1447

মাইলস্টোন দুর্ঘটনায় তদন্তের দাবি জামায়াতের নায়েবে আমিরের

২০২৫ জুলাই ২৩ ১৫:১০:৩৯
মাইলস্টোন দুর্ঘটনায় তদন্তের দাবি জামায়াতের নায়েবে আমিরের

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায়সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে উত্তরার দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি তোলেন।

নিহতদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়েবে আমির। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াতে ইসলামী। এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর