thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ জুলাই 25, ৮ শ্রাবণ ১৪৩২,  ২৭ মহররম 1447

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরাইলি সেনাপ্রধান

২০২৫ জুলাই ২৩ ১৫:১৩:৪৮
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরাইলি সেনাপ্রধান

দ্য রিপোর্ট ডেস্ক:ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি।

সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে ইসরাইলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

এছাড়া গাজায় চলমান যুদ্ধকে ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি।

ইয়াল জামির বলেন, ‘ইরান ও তার মিত্রদের এখনো আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’

তিনি জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা ‘বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে’, বিশেষ করে যেসব এলাকায় ইসরাইল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর