thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই 25, ১০ শ্রাবণ ১৪৩২,  ২৯ মহররম 1447

মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করেছে মব কালচার: রুহুল কবির রিজভী

২০২৫ জুলাই ২৪ ২৩:৩৩:২২
মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করেছে মব কালচার: রুহুল কবির রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবারও নানা ফাঁক-ফোকর দিয়ে, নানা ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী সর্বনাশা শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এ জন্য যা কিছু করা প্রয়োজন এই মুহুর্তেই করতে হবে।

রিজভী বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টা তাদের নিয়োজিত লোক দিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বলাচ্ছেন, এই সরকার তিন বছর, পাঁচ বছর থাকা উচিত, এটা করে তারা গণতন্ত্রের ক্ষতি করাচ্ছেন।

তিনি আরও বলেন, এক কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর