thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই 25, ১০ শ্রাবণ ১৪৩২,  ২৯ মহররম 1447

নতুন বাংলাদেশ গড়ার লড়াই শেষ হয়নি: নাহিদ

২০২৫ জুলাই ২৪ ২৩:৩৬:১০
নতুন বাংলাদেশ গড়ার লড়াই শেষ হয়নি: নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিববাদ ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অনেক শহীদ হয়েছেন। হবিগঞ্জ জেলাতেই ২০ জনের মতো প্রাণ দিয়েছেন। কিন্তু, এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি।’’

তিনি অভিযোগ করে বলেন, ‘‘নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এই রাজনীতি রুখে দিতে হবে।’’

সম্প্রতি বিএনপি ও যুবদলের দুই নেতাকে হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মতাদর্শ ভিন্ন হতে পারে। কিন্তু, নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা সব সময় সোচ্চার। এই ধরনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’

স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট থাকবে না। দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে।’’

এ সময় তরুণদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি সংগ্রামী শক্তি। আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষায় সর্বাত্মক লড়াই চালিয়ে যাব।’’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর