thereport24.com
ঢাকা, শনিবার, ২৬ জুলাই 25, ১০ শ্রাবণ ১৪৩২,  ৩০ মহররম 1447

টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান

২০২৫ জুলাই ২৪ ২৩:৪১:২২
টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

পুঁজিবাজার কিছুদিন ধরে ইতিবাচক ধারায় আছে। এর মধ্যে শেষ ৮ কার্যদিবসে পুঁজিবাজারে টানা উত্থান দেখা গেছে। গত কয়েক মাসের চেয়ে সম্প্রতি পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬১টি কোম্পানির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে মোট ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৯৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৮.৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৬.৫৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

সিএসইতে ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর