thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই 25, ১০ শ্রাবণ ১৪৩২,  ২৯ মহররম 1447

ফৌজদারি কার্যবিধি সংশোধন

 

কাউ‌কে গ্রেপ্তার কর‌তে হ‌লে আইডি কার্ড দেখাতে হবে: আইন উপদেষ্টা

২০২৫ জুলাই ২৫ ০৯:১৬:৩৬
কাউ‌কে গ্রেপ্তার কর‌তে হ‌লে আইডি কার্ড দেখাতে হবে: আইন উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “আইন সংশোধনের পর কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন, সে চাহিবামাত্র আইডি কার্ড দেখাতে হবে। এটা বাধ্যতামূলক।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তি‌নি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “থানায় আনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনদের জানাতে হবে।১২ ঘণ্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। প্রতিটা গ্রেপ্তারের ক্ষেত্রে কোন আইনে, কি কারণে গ্রেপ্তার হয়েছে। সবকিছুর একটা মেমোরেন্ডাম থাকতে হবে।”

তিনি বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে যদি কোনো আঘাত থাকে বা সে যদি বলে অসুস্থ, তাকে অতিদ্রুত চিকিৎসা করাতে হবে। আমরা বলেছি প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে মেমোরেন্ডাম অব অ্যারেস্ট থাকতে হবে।

আগে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন এজেন্সি গ্রেপ্তার করতো দা‌বি ক‌রে আইন উপ‌দেষ্টা ব‌লেন, “আসামির স্বজনদের পুলিশ, র‍্যাব গোয়েন্দা সংস্থা একে-অপরেররের কাছে পাঠাত। র‍্যাব গ্রেপ্তার করে বলত পুলিশ জানে, পুলিশ গ্রেপ্তার করে বলত র‍্যাব জানে।”

“আমরা আইনে বলেছি, যে সংস্থাই গ্রেপ্তার করুক, তাদের কনসার্ন অফিসে গ্রেপ্তার করা ব্যক্তিকে কেন, কোনো আইনে গ্রেপ্তার করেছে ১২ ঘণ্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করেছে, সমস্ত কিছু থাকতে হবে। এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিতে হবে। আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেকটি থানায়, জেলা পুলিশের কার্যালয় গ্রেপ্তার করা ব্যক্তিদের তালিকা থাকতে হবে। কত তারিখে কোনো আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই তালিকা থাকতে হবে,” যোগ ক‌রেন উপ‌দেষ্টা।

সন্দেহজনক দে‌খি‌য়ে ফিফটি ফোরে ইচ্ছে মতো গ্রেপ্তার করা হতো। সেখানেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে আ‌সিফ নজরুল বলেন, “আমরা বলেছি, আপনি (পুলিশ) যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করেন, তাকে (পুলিশ) নিশ্চিত হতে হবে আমি এ লোককে গ্রেপ্তার করেছি, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে এবং আমার (পুলিশ) বিশ্বাস করার কারণ আছে, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে। এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে। ৭ বছরের নিচে যেসব অপরাধ, এসব ক্ষেত্রে তাকে সন্তুষ্ট হতে হবে, আমি যদি তাকে গ্রেপ্তার না করি, সে পালিয়ে যাবে। এই দুইটা কন্ডিশন ফুল ফিল করলে ৫৪ এর আন্ডারের গ্রেপ্তার করতে পারবে।”

“আমরা আইন করেছি, সেখানে অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে। সেখানে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। এছাড়া বিচারিক তদারকি স্ট্রং করেছি। এই আইন যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে মানুষকে আর ইচ্ছামতো গ্রেপ্তার কিংবা গুম করা যাবে না। এসব আইন সংশোধনে মানুষকে হয়রানি বন্ধ হবে। এবং এটা যুগান্তকারী ভূমিকা হিসেবে পালন করবে,” বলেও জানান তি‌নি।

মাইলস্টোনে নিহতদের ঘটনায় পরিবারের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে জা‌নি‌য়ে আ‌সিফ নজরুল ব‌লেন, “মাইলস্টোন স্কুলের সঙ্গে কথা বলে সব কিছু করা হবে। আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান হবে। মর্মান্তিক ভাবে দুইজন শিক্ষিকা মারা গেছেন। উনাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর