thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ জুলাই 25, ১৫ শ্রাবণ ১৪৩২,  ৪ সফর 1447

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু উন্নয়ন পায়নি : নাহিদ ইসলাম

২০২৫ জুলাই ২৭ ০১:১৮:৫৪
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু উন্নয়ন পায়নি : নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তারা উন্নয়ন পায়নি। তারাশিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি।

তিন বলেন, কিশোরগঞ্জ একটি হাওরবেষ্টিত এলাকা, কিন্তু দুঃখের বিষয় কৃষকদের হয়রানি করা হচ্ছে, কৃষকরা তাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারছেন না, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। হাওর এলাকার শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। চিকিৎসার সুব্যবস্থা পায় না। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম, প্রত্যেকটি নাগরিকই মর্যাদা পাবে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, জেলা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু করে গৌরাঙ্গ বাজার মোড় হয়ে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে শেষ হয়।

নাহিদ ইসলাম বলেন, সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনারা এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিশোরগঞ্জের হাওর এলাকায় এবং প্রত্যন্ত এলাকায়, এমনকি কিশোরগঞ্জ সদরেও স্কুল আছে শিক্ষক নাই, হাসপাতাল আছে ডাক্তার নাই। যুবসমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।

তিনি বলেন, আমরা এমন কিশোরগঞ্জ চাই, যেখানে শিশুরা বিদ্যালয়ে যেতে পারবে, মানুষ স্বাস্থ্যের সুযোগ-সুবিধা পাবে ও যুবসমাজ কর্মসংস্থান পাবে। কিশোরগঞ্জের মানুষ যাতায়াতের সুব্যবস্থা পাবে।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দেবে। বাংলাদেশের ৫৪ বছরের দুর্নীতিপরায়ণ রাষ্ট্রব্যবস্থা, মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা—সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা বলেছি, তরুণরা রাষ্ট্রের চালিকাশক্তি। এই তরুণদেরকে যদি গণঅভ্যুত্থানের পর আমরা কাজে লাগাতে না পারি, এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনের কাজে আমরা না লাগাই, বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না। আমরা তরুণ এবং এই তারুণ্যের শক্তিতে বিশ্বাসী। আমরা কিশোরগঞ্জের এই শক্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার ছিল—শেখ হাসিনার ফ্যাসিবাদী সংবিধানসহ যে সরকার ব্যবস্থা ছিল, এই সকল নিয়ম পাল্টে নতুন সরকার তৈরি করতে হবে, কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণঅভ্যুত্থানে শহীদদের কাছে ওয়াদাবদ্ধ—নতুন দেশ গড়ার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে।

তিনি আরও বলেন, তরুণরা কর্মসংস্থান পাচ্ছে না, আমরা জাতীয় নাগরিক পার্টি কৃষকদের ভাগ্য পরিবর্তনে কাজ করব, আমরা তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করব। বাজেট আছে কিন্তু ভালো রাস্তা নাই।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর