thereport24.com
ঢাকা, রবিবার, ৩ আগস্ট 25, ১৮ শ্রাবণ ১৪৩২,  ৮ সফর 1447

ইতিহাস গড়েই ইংল্যান্ডকে জিততে হবে

২০২৫ আগস্ট ০৩ ০২:১৩:০৭
ইতিহাস গড়েই ইংল্যান্ডকে জিততে হবে

দ্য রিপোর্ট ডেস্ক:জয়সওয়াল, আকাশ দীপ, রবিন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতের চ্যালেঞ্জিং স্কোর।

প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করে ৩৯৬ রান। দলের এমন চ্যালেঞ্জিং স্কোর গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার জয়সওয়াল। তিনি ১৬৪ বল মোকাবেলা করে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১১৮ রান করেন।

নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে ৯৪ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন আকাশ দীপ। ৭৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন রবিন্দ্র জাদেজা। ৪৬ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৪৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন দ্রুব জুরেল।

ইংল্যান্ডের হয়ে জশ টাঙ্গুই ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।

প্রথম ইনিংসে ২৪৭ রান করা ইংল্যান্ডকে জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করতে হবে। টেস্টের চতুর্থ ইনিংসে এত বেশি রান তাড়া করে জেতা সহজ ব্যাপার নয়।

তার চেয়েও বড় কথা হলো- ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। তার মানে ওভাল টেস্ট জিতে সিরিজ নিজেদের করতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর