thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২২ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

গাজায় খাদ্যবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত, আহত বহু

২০২৫ আগস্ট ০৬ ২৩:৪৪:২২
গাজায় খাদ্যবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত, আহত বহু

দ্য রিপোর্ট ডেস্ক:ফিলিস্তিনির গাজায় খাদ্য ও ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে গিয়ে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। হামাস পরিচালিত গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানায়, মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের দাবি, ইসরাইলি সেনাবাহিনী ত্রাণবাহী গাড়িগুলোকে একটি ‘অনিরাপদ সড়ক’ দিয়ে পাঠায়, যার ফলে ট্রাকগুলো নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ জনতার উপর উল্টে পড়ে।

বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

খাদ্য সংকটে দিন কাটানো হাজার হাজার মানুষ সেদিন ওই স্থানে জড়ো হয়েছিলেন। ত্রাণবাহী গাড়িগুলোর দিকে ছুটে যান অনেকেই, কেউ কেউ গাড়ির ওপর উঠে পড়েন, এতে চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়, সড়কটি ছিল অসম ও ক্ষতবিক্ষত, আর সেখানেই এ দুর্ঘটনা ঘটে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘‘ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত মানুষের ভিড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন নিহত এবং বহু আহত হয়েছেন।’

গাজা সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি সীমিত সংখ্যক ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হলেও দখলদার ইসরাইল ইচ্ছাকৃতভাবে নিরাপদ পথের ব্যবস্থা করছে না। তারা চালকদের এমন সব সড়কে চালাতে বাধ্য করছে, যেখানে ক্ষুধার্ত মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করছে।’

‘এর ফলে বহু হতাশ মানুষ ও দল বেঁধে থাকা স্থানীয় গ্যাং হঠাৎ ট্রাকগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে, মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে,’ বিবৃতিতে উল্লেখ করা হয়।

গাজার মধ্যাঞ্চলের একটি হাসপাতালের চিকিৎসকেরা জানান, মঙ্গলবার রাত থেকেই বিপুলসংখ্যক হতাহতকে হাসপাতালে আনা হচ্ছে। চিকিৎসাসেবায় হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর