thereport24.com
ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট 25, ২৩ শ্রাবণ ১৪৩২,  ১৩ সফর 1447

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

২০২৫ আগস্ট ০৮ ০১:৩৯:২৫
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক:গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তাএলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে মো.আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সাংবাদিক মো.আসাদুজ্জামান তুহিন নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পরইএ হত্যাকাণ্ডঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। রাতেকয়েকজন যুবক প্রকাশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেইতার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কার কি কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা এখনওজানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর