thereport24.com
ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট 25, ২৩ শ্রাবণ ১৪৩২,  ১৩ সফর 1447

সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

২০২৫ আগস্ট ০৮ ০১:৪৬:১০
সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।

এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা এখন রয়েছে ১০৪তম স্থানে।

ফিফার নতুন র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশরই। এবার আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। সর্বশেষ সময়ে বাংলাদেশ অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে। বাংলাদেশ নারী দলের বর্তমান পয়েন্ট ১১৭৯.৮৭।

দিও আশা ছিলো, বাংলাদেশের মেয়েরা র‌্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে; কিন্তু শেষ পর্যন্ত এবার ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র‌্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।

এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র‌্যাংকিংয়েও নিচেই থাকলো আফঈদারা। এশিয়ান দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে জাপান। তাদের র‌্যাংকিং ৮। যদিও একধাপ পিছিয়েছে তারা। এছাড়া বাংলাদেশের প্রতিবেশি ভারত রয়েছে ৬৩ নম্বরে। তারা এগিয়েছে ৭ ধাপ।

নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপায় চ্যাম্পিয়ন ব্রাজিল।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর