thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

সম্মানী নিলেন না শ্রদ্ধা

২০১৩ নভেম্বর ১৩ ২১:৪৮:১৫
সম্মানী নিলেন না শ্রদ্ধা

দিরিপোর্ট২৪ ডেস্ক : আশিকি টু খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্মানী ছাড়াই কাজ করেছেন গোরি তেরে পেয়ার ম্যায় চলচ্চিত্রে। করন জোহর প্রযোজিত এই চলচ্চিত্রে কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাকে দেখা যাবে।

পুনিত মালহোত্রার পরিচালনায় এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান ও কারিনা কাপুর। বিশেষ চরিত্রে শ্রদ্ধাকে নেওয়া সম্পর্কে পুনিত সংবাদ মাধ্যমকে বলেন, ‘আই হেট লাভ স্টোরিস মুক্তির দিন এক সিনেমা হলের সামনে শ্রদ্ধাকে দেখেছিলাম। তাকে অবশ্য আগে থেকেই চিনতাম। যখন বসুধা চরিত্রটি লিখি, তখনি ওর কথা মাথায় আসে। তারপরে শ্রদ্ধার সঙ্গে দেখা করে চরিত্রটি সম্পর্কে বলি। তখনি ও গল্পটি পছন্দ করে।’

শ্রদ্ধা বলেন, ‘বসুধা চরিত্রটি আমার অনেক ভাল লেগেছে। আর ধর্ম প্রডাকশনের মতো এতো বড় ও সফল ব্যানারে কাজ করতে পেরে আমি অনেক খুশি। আর সেজন্য কোন সম্মানী নিতে চাইনি।’

চলচ্চিত্রটি ২২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

(দিরিপোর্ট২৪/আইএফ/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর